অদৃশ্য দেয়াল (হার্ডকভার)
অদৃশ্য দেয়াল (হার্ডকভার)
৳ ৩০০   ৳ ২৫৫
১৫% ছাড়
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !!  মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই 

একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

এই মাটি , পানি , বাতাস , চন্দ্র , সূর্য , বাতাসে মিশে থাকা অক্সিজেন যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জীবকূলকে পৃথিবী নামক এই গ্রহে বাঁচিয়ে রেখেছে এবং সকলের জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে, ঠিক তেমনি সৃষ্টির শ্রেষ্ট জীব এই মানবজাতির মধ্যে কোনো ভেদাভেদ থাকা বাঞ্চনীয় নয়। জলের ধর্ম তৃষ্ণা মেটানো, ফুলের ধর্ম সৌন্দর্য্য ছড়ানো ,সূর্যের ধর্ম এই পৃথিবীকে আলোয় আলোয় ভরিয়ে দেওয়া এবং তাপ বিকিরণ করা, অক্সিজেনের ধর্ম প্রাণীকূলকে বাঁচিয়ে রাখা। এই প্রকৃতিতে এর কোনো ব্যাতিক্রম লক্ষ্য করা যায় না । কে কোন ধর্মে দীক্ষিত সেটা প্রকৃতির কাছে বিচার্য নয়। এই মহাপ্রকৃতি প্রতি মুহূর্তে আমাদেরকে ঠিক এভাবেই উদারতার শিক্ষা দিয়ে চলেছে। কোনো সংকীর্ণতা নেই, নেই কোনো বিভেদের দেয়াল এই মহাপ্রকৃতির কাছে। অথচ সৃষ্টির শ্রেষ্ট জীব মানুষে মানুষে কত ভেদাভেদ, কত বৈষম্য! ধর্মীয় বৈষম্য,জাতিগত বৈষম্য, ভালোবাসার মাঝেও বৈষম্য লক্ষ্য করা যায়। এছাড়া আরো কত যে বৈষম্য আমাদের সমাজে তার কোন ইয়ত্তা নেই! এমনই সব বিষয়াবলী নিয়ে লেখা হয়েছে এই উপন্যাস। একখানা ভালো উপন্যাস অথবা একখানা ভালো বই একজন মানুষের চিন্তা-ভাবনা এমনকি তার জীবনধারা বদলে দিতে পারে ,খুলে দিতে পারে তার জ্ঞানচক্ষু , তৈরী করে দিতে পারে বুকের মধ্যে এক আকাশ উদারতা। "অদৃশ্য দেয়াল" এমনই এক উপন্যাস।

Title : অদৃশ্য দেয়াল
Author : জি কে গোরা
Publisher : জ্ঞানকোষ প্রকাশনী
Edition : 1st Edition, 2023
Number of Pages : 120
Country : Bangladesh
Language : Bengali

প্রতিটি মানুষের জীবন হাজারো গল্পের সমষ্টি , লাখো কবিতার সমাহার। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ঘটনা বইয়ের পাতায় লিপিবদ্ধ করলে কয়েকখানা উপন্যাস হতে পারে, হতে পারে কয়েক খানা কাব্যগ্রন্থও। প্রতিটি মানুষের জীবনের এই গল্প, কবিতা বা উপন্যাস, উপন্যাসের চরিত্র কিন্তু আলাদা। কবিতা, গল্প বা উপন্যাস মানুষের জীবনের কথা বলে , বলে সুখ - দুঃখ - হাসি - কান্নার কথা। জীবনে দুঃখ যেমন মানুষকে কাঁদায় ,ঠিক তেমনিভাবে সুখ মানুষকে হাঁসায় ,আনন্দ দেয়। দুঃখ না পেলে , সুখ প্রকৃতপক্ষে অনুভব করা যায়না। মানুষের জীবন, কবিতা, গল্প অথবা উপন্যাস সব একই সুতোয় গাঁথা। একটাকে বাদ দিয়ে অন্যটা কল্পনা করা যায়না। "জীবনই উপন্যাস, উপন্যাসই জীবন", " কবিতাই বেঁচে থাকা , বেঁচে থাকাই কবিতা"। আবার এইযে প্রকৃতিমাতা তার আলো-আঁধারের মেলবন্ধনে যেভাবে জীবজগৎকে বাঁচিয়ে রেখেছে এসব কিছুই দারুন সব উপন্যাস,গল্প কিংবা কবিতার উপজীব্য বিষয়। প্রকৃতিমাতা আমাদেরকে যেভাবে পৃথিবী নামক এই গ্রহে নিবিড় মমতায় আগলে রেখেছে , আমাদেরও উচিত প্রকৃতিমাতাকে ঠিক একইভাবে আগলে রাখা। "এই পৃথিবীটাই একটা স্বর্গ , প্রকৃতিই ঈশ্বর , মানবতাই ধর্ম " লেখক একথা মনে প্রাণে বিশ্বাস করেন। এই চন্দ্র-সূর্য , আলো-বাতাস , বাতাসে মিশে থাকা অক্সিজেন , সমুদ্রের এই বিস্তীর্ণ জলরাশি , আকাশে থোকা থোকা শুভ্র মেঘের দল, পাহাড়-পর্বত , ঝর্ণাধারা , কোকিলের কুহুতান ,হাজারো ফুলের সমাহার , প্রজাপতির লাফিয়ে লাফিয়ে চলা , ভ্রমরের গুঞ্জন , পাখির কাকলি , মায়ের ভালোবাসা, পিতৃস্নেহ --- সুন্দর এই ধরণীতে এই সবকিছুই উপস্থিত। এসব কিছুই লেখক দারুণভাবে উপভোগ করেন। তাইতো তার সমস্ত লেখায় প্রকৃতির কথা ফুঁটে ওঠে, ফুঁটে ওঠে মানুষের কথা , মানুষের পাওয়া না পাওয়ার কথা , ভালোলাগা, ভালোবাসার কথা, প্রেমের কথা , বিরহের কথা , সাম্যের কথা , ভ্রাতৃত্বের কথা । লেখকের জন্ম ১৯৭৪ সালের ২৮ শে মার্চ , নড়াইল জেলার নড়াগাতি থানার ব্রাহ্মণ পাটনা গ্রামে। তিনি ১৯৯৮ সালে হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। প্রথম কাব্যগ্রন্থ : "মন ভালো নেই" ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হওয়ার পর দারুণভাবে সমাদৃত হয় , প্রথম উপন্যাস "অন্তরবৃক্ষ", কাব্ব্যগ্রন্থ " অবাক পৃথিবী" এবং "আকাশ ছোঁয়ার স্বপ্ন প্রকাশিত হয় ২০২২ সালের বইমেলায় । "অদৃশ্য দেয়াল " লেখকের দ্বিতীয় প্রকাশিত বতর্মান সময়ের পরিপ্রেক্ষিতে লেখা দারুন একটি উপন্যাস।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]